Wellcome to National Portal

"একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ"                                                    "শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ"                                                       “কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

 

অভিলক্ষ্য : তথ্য ও প্রযুক্তি উন্নয়নের প্রয়োগ ক্ষেত্রগুলোর সঙ্গে পরিচিতি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন।

রুপকল্প : রুপকল্প ২০৪১ বাস্তবায়নে কারিগরি শিক্ষার উন্নয়ন এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত সমৃদ্ধি দক্ষ মানব সম্পদ তৈরি এবং উদ্ভোধনী চিন্তা শক্তি উৎকর্ষ সাধন।

ঠিকানা : দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ‍দোয়ারাবাজার-৩০৭০।

ই-মেইল : dowarabazartsc2023@gmail.com 

ওয়েবসাইট : https://tscdowarabazar.sunamganj.gov.bd/

প্রতিষ্ঠান কোড : ৬০০০৪৬

ই আই আই এন : ১৩৯৭৩১

কতৃপক্ষ : কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

মর্যাদা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

শিক্ষা বোর্ড : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, ঢাকা-১২০৭।

প্রতিষ্ঠা সাল : ২০২৩

একাডেমিক কার্যক্রম চালু : ২০২৪

জমির পরিমান : ২ একর